সোহেল কান্তি নাথ, বান্দরবান
বান্দরবানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পিপিএম। শনিবার (২৭ আগস্ট) সকালে বান্দরবান সদর থানার কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, রেজা সরোওয়ার, মোঃ নাজিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাবেক প্রেসক্লাবের সভাপতি ও বিটিভির প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মোঃ ওসমান গণি, খোলা চোখ ডট কম এর সম্পাদক ফরিদুল আলম সুমন, যমুনা টিভির স্টাফ রির্পোটার বাটিং মার্মা, এন টিভির স্টাফ রির্পোটার আলাউদ্দিন শাহারিয়া, বাংলাভিশন এর প্রতিনিধি আল ফয়সাল বিকাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে নবাগত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেন, পুলিশ আর সাংবাদিক একই সুতায় গাঁথা। উভয়ই দেশ ও দেশের জনগনের জন্য কাজ করে। পুলিশ অপরাধ দমন করে আর সাংবাদিকরা অপরাধ তুলে ধরে। এই সম্প্রীতি বান্দরবান জেলায় সরকার আমাকে জনগণের সেবা দিতে এখানে পাঠিয়েছে। আমি আমার কাজে মিডিয়া কর্মীদেরকে পাশে চাই। তিনি আরো বলেন, ‘সন্ত্রাস-মাদকসহ পাহাড়ের সকল অপরাধ দমনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তবে পুলিশের চেয়ে সাংবাদিকদের সোর্স বেশি থাকে। তাই আমি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করতে আগ্রহী।
আপনার মতামত দিন