শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার\
বান্দরবানে করোনায় বিপর্যস্ত হয়ে পড়া কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জিমনেসিয়াম হলে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বান্দরবানের শৈলশোভা শ্রমিক সংগঠনের প্রায় ৩শত শ্রমিকের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০কেজি চাল, ১লিটার তেল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি লবণ, ১কেজি চিড়া প্রদান করা হয়। জেলা প্রশাসনের তথ্যমতে, ১লা জুলাই থেকে করোনার কঠোর লকডাউনে বান্দরবানে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন অসহায় ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ এই পর্যন্ত প্রায় ২শ হাজার ৫শ অসহায় পরিবারকে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে এবং আগামীতে ও এই কর্মসুচী অব্যাহত থাকবে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারসহ প্রশাসনের কর্মকর্তগন উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করে সারিবদ্ধভাবে অবস্থান করে শ্রমিকরা প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী গ্রহন করেন।
এদিকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,করোনা আর লকডাউনে যারা বর্তমানে অসহায়ভাবে জীবনযাপন করছে তাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা অব্যাহত রয়েছে। তবে যদি কেউ খাদ্যর অভাবে কষ্ট পায় তবে প্রশাসনকে জানাবেন,আমরা তাদের খাদ্য সহায়তা দেব। জেলা প্রশাসক আরো বলেন,করোনাকালে কোনও মানুষ খাদ্য সংকটে থাকবে না। কর্মহীন কেউ যাতে সরকারি সহযোগিতা থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। লকডাউনে নানান শ্রেণী পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই এসব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রম চলছে। স্বাস্থ্যবিধি মেনে দিনমজুরসহ সকল শ্রেনী কর্মহীন মানুষের মাঝে এই মানবিক সহায়তা বিতরণ করা হবে। ঘরে থাকুন অযথা বাহিরে ঘোরা ফেরা থেকে বিরত থাকবেন। তিনি আরোও বলেন,বর্তমান এই মহামারির সময়ে আমাদের সকলকে সচেতন হতে হবে, ঘন ঘন হাত ধোয়া আর পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শারীরিক দুরুত্ব বজায় রেখে চলাচল করতে এবং এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখুন।
আপনার মতামত দিন