সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩২ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান
বান্দরবানের রোয়াংছড়িতে থনচুন বম (৭০) নামে এক পাড়া কারবারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) বিকালে রোয়াংছড়ি উপজেলার পুরাতন রামথাহ পাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত থনচুন বম উপজেলার পুরাতন রামথাহ পাড়ার কারবারী হিসেবে নিয়োজিত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে রোয়াংছড়ি উপজেলার পুরাতন রামথাহ পাড়া এলাকার কারবারী থনচুন বম এর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারবারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় গাদা বন্দুক উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, রোয়াংছড়ির রামথাহ পাড়া থেকে থনচুন বম নামে এক পাড়া কারবরীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার বুকে ও পিঠে গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত দিন