সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
বান্দরবানে বিজিবির মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে পৌর এলাকায় গরীব, অসহায় এবং দু:স্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বান্দরবান বিজিবি সেক্টরের উদ্যোগে রবিবার বিকালে শহরের কালাঘাটা মুসলিম পাড়া এলাকায় ২৫০ জন মুসলিম নর-নারীর মাঝে এই ইফতার বিতরণ করা হয়। এসময় বিজিবির সেক্টর কমান্ডার আবুল হাসনাৎ মো: শাহরিয়ার ইকবাল বলেন- রোজা সংযমের মাস। এই মাস সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের একটি পবিত্র দায়িত্ব। তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ মনজুরুল কবীরসহ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন