সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ১৮ মার্চ ২০২৩:
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল চট্টগ্রাম রেঞ্জ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (১৮ মার্চ) বিকালে বান্দরবান পুলিশ লাইন মাঠে এ ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো: ফজলে এলাহী ভূইয়া, জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান, এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি আলী আহম্মদ খানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খেলায় বান্দরবান জেলা পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশ অংশ নেয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম জেলা পুলিশ দল। পরবর্তীতে বান্দরবান জেলা পুলিশ দল পরপর ২টি গোল করে জয়লাভ করে। পরে বিজয়ী দলে ট্রপি ও রার্নাসআপ দলের খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন।
এসময় তিনি বলেন, স্বাধীনতার মাসের সাথে সামঞ্জস্য রেখে খেলার শুরুতে নৈপণ্যরূপ প্রদর্শন করা হয়েছে। এ জন্য তিনি পুনাক সভানেত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন খেলায় কখনো দুটা দল বিজয়ী হয় না। একটা দল জিতবে আর আরেকটা দল হারবে এটাই স্বাভাবিক। আজকের খেলায় দুই দলই চমৎকার খেলেছে। এসময় দু’দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান তিনি। আমি অনেক জায়গায় খেলা দেখেছি। কিন্তু বান্দরবানের মত এত সুন্দর খেলা কোথায়ও দেখিনি। এখানের দর্শকসহ সকলের স্তরের মানুষরা অত্যন্ত ভালো। খেলা চলাকালীন সময়ে তাদের কাছ থেকে কোন খারাপ আচরণ দেখিনি। অনেক সুন্দর পরিবেশে আজকের খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এত সুন্দর আয়োজনের জন্য বান্দরবান জেলা পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান ডিআইজি।
আপনার মতামত দিন