সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ৩০ জানুয়ারী ২০২৩:
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বান্দরবান পৌর শহরের আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে জেলা ছাত্রলীগ। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় বান্দরবান পৌরসভার সার্বিক সহযোগিতা জেলা ছাত্রলীগের আয়োজনে শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের রাজার মাঠ থেকে শুরু করে ট্রাফিক মোড়, সাঙ্গু ব্রিজ, বাজার এলাকা, চৌধুরী মার্কেটসহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিছন্নতা অভিযান চালায়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বান্দরবান জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা স্বাস্থ্য বিধিমেনে মুখে মাস্ক ও হাতে গ্লাস দিয়ে ঝাড়ু, ঝুড়ি হাতে নিয়ে শহরে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করে।
এসময় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্যমন্ত্রীর সহধর্মিনী মে হ্লা প্রু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি অংসিং হাই পুলু, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নারগিস সুলতানা প্রমুখ ।
আপনার মতামত দিন