শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
বান্দরবানে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দূধর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী রকি বড়–য়া (২৫) ও তার সহযোগী এমরান (২২)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রকি বড়–য়া তার সহযোগীদের নিয়ে একটি সক্রিয় ক্রিমিনাল গ্যাং পরিচালনা করে আসছিল। তারা বান্দরবান বিশ^বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। তাদের এ ধরনের কর্মকান্ডের কারণে আতংকে ছিল পর্যটকসহ স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যায় পুলিশের একটি টিম বান্দরবানের সুয়ালক এলাকায় অভিযান চালিয়ে রকি বড়–য়া ও তার সহযোগী এমরান বড়–য়াকে গ্রেফতার করে।
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত রকি ও তার সহযোগি এমরান চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। এছাড়াও তাদের বিরুদ্ধে বান্দরবান ও সাতকানিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তার অন্যান্য সহযোগীদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আপনার মতামত দিন