সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ২ মার্চ ২০২৩:
‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার (২ মার্চ) সকালে বান্দরবান জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছিমন পারভীন তিবরীজি। পরে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্র্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা ও সদর উপজেলা নির্বাচন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আপনার মতামত দিন