শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান
বান্দরবানে ট্রাকের ধাক্কায় তিশা মনি (৪) নামে এক শিশু মৃত্যু হয়েছে। সোমবার (২১ নভেম্বর) দুপুরে আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবুনিয়া রাস্তার পাশে কয়েকজন শিশু খেলা করছিল। এসময় একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে তিশামনিকে ধাক্কা দিয়ে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। গুরুত্বর আহত হয়েছে ঘটনাস্থলেই মারা যায় তিশা মনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে আলীকদম সদর হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে আলীকদম সদর থানা ওসি রেজুয়ান বলেন, ট্রাকের ধাক্কায় তিশামনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন