শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবানঃ
বান্দরবানে দিনব্যাপী পর্যটন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বান্দরবান প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিনারুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। অন্যান্যদের মধ্যে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রবীন সাংবাদিক ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি এমএ হাকিম চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি বৌদ্ধজোতি চাকমা, এনটিভির প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার, জিটিভির প্রতিনিধি মো: ইসহাক, সময় টিভির প্রতিনিধি এনএ জাকিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, একটি এলাকায় পর্যটকদের বিভিন্ন সেবার প্রয়োজন হয়। এগুলো স্থানীয় উৎস থেকে স্থানীয় বাসিন্দারা সংকুলান করবেন। এটা বিচ্ছিন্নভাবে না হয়ে সংগঠিত ও দায়িত্বর্পৃণভাবে করা হবে। এটায় হলো ট্যুরিজম এর মূল কথা। এর ফলে এলাকার এবং মানুষের আর্থিক কল্যাণ ও সাধিত হবে। পাহাড়ের মানুষ ও তাদের জীবনকে জানা এবং তাদের সংস্কৃতিকে তুলে ধরা। পাশাপাশি এর মাধ্যমে গ্রামের প্রান্তিক জনগন সরাসরি উপকার পাবেন। এত ব্যাপক কর্মসংস্থাপনের সৃষ্টি হয়ে থাকে যা অর্থনীতিতে পর্যটনের অবদান বৃদ্ধি করতে সাহায্য করবে। ট্যুরিজম একটি আর্থসামাজিক উন্নয়নের অন্যতম হাতিয়ার। এতে করে দেশী বিদেশী পর্যটনের সাথে সাথে ক্ষুদ্র নু-গোষ্ঠী পরিবার ও সমাজ ব্যবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।
আপনার মতামত দিন