সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান॥
বান্দরবানে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুন:রায় একই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ডা: মো: শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন, জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এ এস এম শাহ নেওয়াজ মেহেদী, রাজিব কুমার বিশ্বাসসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে এবারের ডিজিটাল মেলায় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের প্রায় ৭০টি স্টল অংশ গ্রহণ করছে।
আপনার মতামত দিন