সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে শুকনা রশদ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে এসব শুকনা রশদ ও আর্থিক সহায়তা প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড। এসময় বান্দরবান জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মাহামুদুল হাসান পিএসসি, ৬৯ পদাতিক ব্রিগেডের জিএসও-২ (ইন্ড) মেজর মো: শায়েখ উজ জামান, জিএসও- ৩ (ইন্ড) ক্যাপ্টেন আব্দুল মান্নানসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন সংগঠনের ভোলান্টিয়ারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণকালে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা। তিনি বলেন, আনন্দ ভাগাভাগি করলে আনন্দ বৃদ্ধি পায়। এই উৎসবে ভাগাভাগি করতে আমাদের এই উদ্যোগ। এই ধরনের উদ্যোগ সামনেও অব্যাহত থাকবে বলে জানা তিনি।
পরে বান্দরবান পৌর এলাকার ১ শত ২০ জন সনাতনী সম্প্রদায়ের মাঝে শুকনা রশদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আপনার মতামত দিন