শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান নিজস্ব প্রতিনিধি॥
বান্দরবানের দূর্গম বিভিন্ন পাড়ায় বিশুদ্ধ খাবার পানি ও দৈনন্দিন ব্যবহার্য্য পানি বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার দুপুরে সদর উপজেলার চিম্বুক ও আশপাশের বেশ কয়েকটি পানির শূন্য এলাকায় এই সুপেয় পানি বিতরণ করা হয়।
শুষ্ক মৌসুমে ঝিড়ি-ঝর্ণার পানি শুকিয়ে যাওয়ায় বান্দরবানের দূর্গম বিভিন্ন পাড়ায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। শুধু তাই নয়, দৈনন্দিন ব্যবহার্য্য পানির অভাবে মানবেতর জীবন যাপন করছে দূর্গম এলাকায় বসবাসকারীরা। জীবন বাঁচাতে দূষিত পানি পান করে অনেকে আক্রান্ত হচ্ছে বিভিন্ন পানিবাহিত রোগে। তাই দূর্গম এলাকায় বসবাসকারী এসব মানুষের পানির চাহিদা পূরণে সেনাবাহিনীর পক্ষ থেকে পাড়ায় পাড়ায় খাবার পানি ও দৈনন্দিন ব্যবহার্য্য পানি বিতরণ করা হচ্ছে। বুধবার দুপুরে সদর উপজেলার চিম্বুক, বাইট্টা পাড়া, ক্রামাদি পাড়াসহ বেশ কয়েকটি পাড়ায় সেনাবাহিনীর গাড়ীতে করে শতাধিক পরিবারের মাঝে খাবার পানি ও ব্যবহার্য্য পানি বিতরণ করা হয়। দূর্গম এলাকায় বসবাসকারী মানুষের পানির চাহিদা পূরণে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্তৃপক্ষ।
আপনার মতামত দিন