সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
বান্দরবানে এক সপ্তাহ যাবত হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় বান্দরবান জেলা সদর,লামা,রুমা,থানচি নাইক্ষ্যংছড়ি উপজেলায় নতুন করে ৩৯জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে জেলা সদরে ২৬জন,রুমা উপজেলায় ১জন,থানচি উপজেলায় ১জন,লামা উপজেলায় ৬জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা ৫জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৮ হাজার ২জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৬ হাজার ১শত ৪৩জন ২য় ডোজ গ্রহণ করেছে আর সবাই সুস্থ রয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন ডাঃ অং সুই প্রæর মারমা বলেন,বান্দরবানে রয়েছে অক্সিজেন ব্যবস্থা,ভ্যাকসিন (করোনা টিকা) পর্যাপ্ত পরিমানে রয়েছে,প্রতিদিন সরকারের নির্দেশ অনুসারে ভ্যাকসিন ইনজেকশন সেবা দিয়ে যাচ্ছি। তিনি বলেন,এ পর্যন্ত বান্দরবানে ৭ হাজার ৯শত ১৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে,তার মধ্যে ৭হাজার ২শত ২৮জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে,এদের মধ্যে ১হাজার ১শত ৯৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১০৮৬জন করোনার চিকিৎসা শেষে সুস্থ বাড়ী ফিরে গেছে। বান্দরবান জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে।
আপনার মতামত দিন