সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শনিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত বান্দরবান চিম্বুক সড়ক থেকে বেতছাড়া মুখ নবনির্মিত সড়কের উদ্বোধন কালে মন্ত্রী সমাবেশে কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, সরকারি কমিশনার লিমা আক্তার, সহকারী পুলিশ সুপার মোঃ মোজাফফর, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম প্রমুখ। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধ, এলাকার হেডম্যান কারবারি সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। বেতছড়া সড়কটি নির্মাণের ফলে ওই এলাকার ১৫ টিরও বেশি পাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও চিম্বুক সড়ক থেকে সহজেই রোয়াংছড়ি উপজেলায় যাতায়াত করা যাবে।
আপনার মতামত দিন