সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার\
বান্দরবান সদর উপজেলার জামছড়িতে নবগঠিত জামছড়ি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
মঙ্গলবার সকালে বান্দরবান সদর উপজেলা থেকে ৬ কিমিঃ দুরে হাংসামা পাড়ায় নবগঠিত জামছড়ি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, নবগঠিত জামছড়ি ইউনিয়ন পরিষদের জনসাধারনের ভোটার তালিকা হালনাগাদ, জন্মনিবন্ধন, ত্রান ও দূর্যোগ মন্ত্রণালয়ের গেজেট পাশ করাসহ ইউনিয়ন পরিষদ হিসেবে অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে। এসময় তিনি আরো বলেন, দ্রæত সময়ের মধ্যে স্থায়ী ইউনিয়ন পরিষদ স্থাপনের জন্য জমি নির্বাচন করে জামছড়ি ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় নির্মাণ করার আশ^াস প্রদান করেন।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কায়েসুর রহমানসহ নবগঠিত জামছড়ি ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৮ নভেম্বর বান্দরবান সদর ইউনিয়নের ৩টি ওয়ার্ড, রাজবিলা ইউনিয়নের ৪ টি ওয়ার্ড ও তারাছা ইউনিয়নের ০১ টি ওয়ার্ড নিয়ে জামছড়ি ইউনিয়ন পরিষদের গেজেট পাশ করেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়।
আপনার মতামত দিন