সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
বান্দরবানের রোয়াংছড়িতে ঝিরি পারাপারের সময় পাহাড়ী ঢলে ভেসে গেছে নোয়াপতং ইউনিয়নের ক্রংলাই পাড়ার বাসিন্দা মাহ্লা খেয়াং (৪২) ও তার মেয়ে মানু খেয়াং (১৬)। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৪ টার দিকে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের তৈছা খাল পারাপারের সময় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয়রা মেয়ের লাশ উদ্ধার করলে এখনো নিখোজ রয়েছে মা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার দূর্গম নোয়াপতং ইউনিয়নের ক্রংলাং পাড়ার বাসিন্দা মাহ্লা খেয়াং ও তার মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষ করে বিকাল ৪ টার দিকে বাড়ী ফেরার পথে তৈছাখাল পারাপারের সময় পাহাড়ী ঢলে ভেসে যায়। এসময় স্থানীয়রা খোজাখুজির পর মেয়ের লাশ উদ্ধার করলেও এখনো নিখোজ রয়েছে মা। পরে সন্ধায় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। তবে রাত হয়ে যাওয়ায় এবং দূর্গম ও যাতায়াত ব্যবস্থা না থাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে ঘটনাস্থলে যেতে পারেনি।
এ বিষয়ে নোয়াপতং ইউনিয়নের চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, জুম থেকে কাজ শেষে বাড়ী ফেরার পথে খাল পারাপারের সময় পানির ¯্রােতে ভেষে যায়। পরে স্থানীয়রা মেয়ের লাশ উদ্ধার করলেও মা এখনো নিখোঁজ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, পাহাড়ী ঢলে মা মেয়ে ভেসে যাওয়ার খবর পেয়েছি। মেয়ের লাশ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলটি রোয়াংছড়ি সদর থেকে ৩০ কিলোমিটার দুরে ২০ কিলোমিটার গাড়ীতে যেতে হবে ১০ কিলোমিটার পায়ে হেটে যেতে হবে। দূর্গম এলাকা হওয়ায় রাতে যাওয়া সম্ভব হয়নি। ভোরবেলা মাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যসহ আমরা ঘটনাস্থলে যাবো।
আপনার মতামত দিন