শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার\
বান্দরবানে পাহাড় ধসে নিহত ও আহতের পরিবারকে অনুদান দিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ পাহাড় ধসে নিহত পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহত একজনের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক এর পক্ষে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌসিফ আহমেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিমন সরকার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মইনুল ইসলাম উপস্থিত ছিলেন। বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তৌসিফ আহমেদ বান্দরবান সদর হাসপাতালে পাহাড় ধসে আহত নারীর সাথে কথা বলেন এবং হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের তাকে সার্বিক সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন।
প্রসঙ্গত, ১৫ অক্টোবর সন্ধ্যায় বান্দরবান চিম্বুক সড়কের সাইঙ্গা ত্রিপুরা পাড়ায় পাহাড়ে জুম কাজ শেষে বাড়ী ফেরার পথে প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে পানিতে তলিয়ে যায় মাসহ দুই সন্তান, আর সকালে দুই সন্তানের লাশ উদ্ধার করা হলে এখনো পানিতে নিখোঁজ তাদের মা কৃষ্ণতি ত্রিপুরা।
আপনার মতামত দিন