সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
বান্দরবানে পিটিশন রাইটার ও দলিল লেখক সমিতির নির্বাচন’২২ সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের রাইটার সেডে নির্বাচন কমিশনার এডভোকেট জয়নাল আবেদীন ভূঁইয়ার নেতৃত্বে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি রাইটার মো: শাহজাহান এবং সাধারণ সম্পাদক রাইটার মো: তৌহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। সমিতির নির্বাচিত অন্যান্য সদস্য হলেন, সহ সভাপতি মুহাম্মদ রমজান আলী, আবু আহমদ, সহ সাধারণ সম্পাদক সুভাষ কান্তি দাশ, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ অংসাপ্রু, সাংগঠনিক সম্পাদক চসিংমং মার্মা, দপ্তর ও প্রচার সম্পাদক আবুল বশার, সদস্য উদয় শংকর পাল (তপন), চিত্ত রঞ্জন বড়–য়া, মো: নাছির উদ্দিন ও রিদা মং মার্মা। আগামী ১ বছরের জন্য অর্থাৎ ২০২৩ সাল পর্যন্ত এই কমিটির মেয়াদ থাকবে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ থাকলেও শুধুমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক পদে একটি করে ফরম জমা দেয়া হয়। পরে কোন পদে প্রতিদ্বন্দি না থাকায় নির্বাচন কমিশনার বিনা প্রতিদ্বন্দিতায় পিটিশন রাইটার ও দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন করেন।
আপনার মতামত দিন