সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১০ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান
বান্দরবানে এপিবিএন এর পৃথক অভিযানে ৩ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মধ্যরাতে শহরের মধ্যম পাড়া নদীর পাড় ও সদর উপজেলার গোয়ালিয়াখোলা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শহরের মধ্যম পাড়া নদীর পাড় এলাকার বাসিন্দা নিমু প্রু মার্মার স্ত্রী আবু মে মারমা ওরফে ভূমি (৪৩), সদর উপজেলার রোয়াজা পাড়া এলাকার গোয়ালিয়াখোলার বাসিন্দা আব্দুল ছালামের ছেলে আব্দুর রহমান (৩৯) ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাইজপাড়ার বাসিন্দা মৃত আবুল মঞ্জুর এর ছেলে মো: জাহেদ আলম (৪৩)।
এপিবিএন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিল আবু মে মারমা ওরফে ভূমি। এমন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে শহরের মধ্যম পাড়া নদীর পাড় এলাকায় আবু মে মার্মার বাসায় অভিযান চালায় এপিবিএন এর একটি টিম। এসময় বাসায় তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭শ ১০ পিস ইয়াবা ও ৭০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধারসহ মাদক কারবারী আবু মে মার্মাকে গ্রেফতার করে এপিবিএন। এদিকে একই দিন গভীর রাতে বান্দরবান সদর উপজেলার গোয়ালিয়াখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এসময় রোয়াজা পাড়া এলাকায় রাস্তার উপর দুজনকে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহজনক তাদেরকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৪ হাজার ৪০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধারসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহমান ও জাহেদ আলমকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বান্দরবান এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি আলী আহাম্মদ খান বলেন- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বান্দরবানের মধ্যম ও গোয়ালিয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।
আপনার মতামত দিন