সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ২ মার্চ ২০২৩:
বান্দরবানে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পৌর আওয়ামীলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে স্থানীয় অরুণ সারকী টাউন হলে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, মোজাম্মেল হক বাহাদুর, অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শামসুল ইসলামসহ পৌর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় বক্তারা বলেন, নতুন শক্তি নিয়ে জেগে উঠবে পৌর আওয়ামীলীগ। দেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় পাহাড়ে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও ৩০০নং আসনের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপিকে ৭ম বারের মত আওয়ামীলীগের নৌকা প্রতীকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আপনার মতামত দিন