সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবানে মারমা সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক ও লোকনাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি পালিত একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আলীকদম এফবিএম ইট ভাটা বন্ধ: জরিমানা আদায়

বান্দরবানে প্রবারনা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরন

সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবানঃ

বান্দরবানে প্রবারনা উপলক্ষে সেনা রিজিয়নের উদ্যোগে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে প্রবারনা উদযাপনকারী প্রতিনিধিদের কাছে সেনা রিজিয়ন প্রাঙ্গনে এসব উপহার তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি (কমান্ডার ৬৯পদাতিক ব্রিগেড)।

এসময় অন্যান্যদের মধ্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি এবং রিজিয়ন সদর দপ্তর বান্দরবান রিজিয়নের জি এস ও -২ (ইন্টেলিজেন্স) মেজর মোহাম্মদ শায়েখ উজ জামান উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী প্রদানকালে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, সম্প্রীতির বান্দরবানে সকলের সাথে মিলেমিশে সুখ-দুঃখ ভাগাভাগি করারর জন্য আজকের এই আয়োজন। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা বান্দরবান সেনা জোন তার দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি জনপদে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একযোগে সম্প্রীতির বন্ধনকে অটুট রাখার জন্য আমাদের এধরনের প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পরে প্রভারনা উপলক্ষে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পাড়া থেকে ছোট ছোট দলসহ ৩৭ টি প্রবারনা উদযাপন কমিটির প্রতিনিধিদের কাছে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। এদিকে প্রবারনা উপলক্ষ্যে সেনাবাহিনীর কাছ থেকে উপহার সামগ্রী পেয়ে খুশি বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD