শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
বান্দরবানে বন্যা কবলিত ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবার মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বিকালে জেলা পরিষদের রেষ্ট হাউসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে মানবিক সহায়তা তুলে দেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা। এসময় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আর্মি পাড়া, বালাঘাটা, উজানী পাড়া ও রুমা উপজেলাসহ মোট ৬শত বন্যা কবলিত ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবার মাঝে চাল, ডাল, তেল, চিনি, আলুসহ ৯টি খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
রেঞ্জ ডিআইজি নুর আলম মিনা বলেন, বান্দরবানে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের ঘর বাড়ি পানিতে তলিলে গেছে। সহায় সম্বল হারিয়ে নি:স্ব হয়ে গেছে অনেক পরিবার। তাই যতটুকু পেরেছি আমরা সহযোগিতা হাত বাড়িয়েছি। পরবর্তীতে এ ধরনের আরো সহযোগিতা করা হবে বলে জানান রেঞ্জ ডিআইজি।
এসময় জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজিমি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন