শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আলীকদম এফবিএম ইট ভাটা বন্ধ: জরিমানা আদায় রোয়াংছড়িতে ফিরে আসা ৬৩ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান- পুলিশ সুপার সৈকত শাহীন

বান্দরবানে বন্যার্থদের মাঝে রেডক্রিসেন্ট এর ত্রান সামগ্রী বিতরণ

সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবানঃ
বান্দরবানের আলীকদম ও লামা উপজেলায় বন্যার্থদের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বান্দরবান ইউনিটের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ২৫ আগস্ট) সকালে আলীকদম উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের শুরু হয়। এরপরে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে এবং লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয় । এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারকে এই ত্রাণ সহায়তা দেয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারী অমল কান্তি দাশ, নির্বাহী সদস্য গাব্রিয়েল ত্রিপুরা, মো. খলিলুর রহমানসহ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ বলেন,
বান্দরবানে গত ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত অতিবৃষ্টি ও বর্ষণে বন্যার সৃষ্টি হয় আর এই দুর্যোগের শুরু থেকে রেডক্রিসেন্ট সোসাইটি বন্যার্থদের পাশে গিয়ে উদ্ধার কার্যক্রম, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা ধরণের সহযোগিতা দিয়ে আসছে। শুধু তাই নয় বন্যা পরবর্তী সময়েও দুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ লামা ও আলীকদম উপজেলায় বন্যায় ক্ষতি গ্রস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। রেড ক্রিসেন্ট এর এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD