শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আলীকদম এফবিএম ইট ভাটা বন্ধ: জরিমানা আদায় রোয়াংছড়িতে ফিরে আসা ৬৩ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান- পুলিশ সুপার সৈকত শাহীন

বান্দরবানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক:বিভিন্ন স্থানে পাহাড় ধস

Bandarban

স্টাফ রিপোর্টার\
বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার বিকাল থেকে বৃষ্টি না হওয়ায় সাংগু নদীর পানি নামতে থাকায় লোকজন বাড়িঘরে ফিরতে শুরু করেছে। ফলে পৌর এলাকার ইসলামপুর, আর্মিপাড়া, হাফেজঘোনা, শেরে বাংলা নগরসহ আশপাশের নিম্নাঞ্চলের বন্যার পানি নামতে শুরু করায় জনজীবনে স্বস্তি নেমে এসেছে। রুমা, থানচি, লামা, আলীকদম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি অনেকটা ভালো হচ্ছে, তবে বন্যার পানি কিছুটা কমলে ও দুর্ভোগ কমেনি অনেকের। জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু পাহাড় ধসের ঘটনাঘটছে। তবে হতাহতের কোন খবার পাওয়া যায়নি।
এদিকে গেল কয়েকদিনের বৃষ্টিতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। বৃষ্টি আর জলাবদ্ধতায় প্রচুর ভোগান্তীতে কাটে সাধারণ জনগণের। বন্যার পানি কমতে থাকায় সাথে সাথে ঘর পরিস্কার করার পাশাপাশি নিজ আসবাবপত্রসহ আনুষাঙ্গিক দ্রব্যাদি পরিস্কার করছে। সড়ক থেকে পানি নেমে যাওয়ায় বান্দরবানের রোয়াংছড়ি-লামা-আলীকদমের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে এবং জনজীবনে স্বস্তি নেমে এসেছে। প্রবল বৃষ্টির কারণে বান্দরবানের বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনার পাশাপাশি পৌরসভা ইসলামপুর এলাকায় একটি ব্রীজের একপাশের মাটি সরে যাওয়ায় যান চলাচল বন্ধের পাশিপাশি দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
অপরদিকে টানা বর্ষণ আর পাহাড়ী ঢলে জেলার নাইক্ষ্যংছড়ি,আলীকদম,থানচি এবং রুমা উপজেলায় রাস্তাঘাট, কৃষি জমি,বাগানসহ ব্যাপক ক্ষতিগ্রহস্ত হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী,সোনাইছড়ি ও ঘুমধুমের নিম্মাঞ্চল প্লাবিত হয়ে বীজ তলা,খামারসহ বসতঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকার বীজতলা ভেসে গেছে পাহাড়ী ঢলের পানিতে। কৃষি জমিতে ধানের রোপিত চারা অতিরিক্ত বৃষ্টিতে এবং পাহাড় থেকে নেমে আসা পানিতে কৃষি জমি তলিয়ে গেছে। বাইশারী-গর্জনীয়া-নাইক্ষ্যংছড়ি সড়কের কয়েকটি জায়গায় ভেঙ্গে যাওয়ায় উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উল্লেখ্য: গেল কয়কদিনের টানা বর্ষণে জেলায় প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়ে। এতে প্রশাসনের পক্ষ থেকে ১৪০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং পৌরসভার ২০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ হাজার ও উপজেলার ৮টি আশ্রয়কেন্দ্রে ৮শত মানুষ গতরাত পর্যন্ত আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে রুটি,বিস্কুট,বিশুদ্ধ পানি ও রান্না করা খিচুরীসহ প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD