সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবানে আন্ত:স্কুল ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত বান্দরবানে মারমা সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক ও লোকনাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি পালিত একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত

বান্দরবানে বিপুল পরিমান অস্ত্র গোলাবারুদসহ ৯ জঙ্গী গ্রেফতার

সোহেল কান্তি নাথ, বান্দরবান
বান্দরবানে গভীর রাতে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র প্রশিক্ষণ কমান্ডারসহ ৯ জঙ্গী সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সদর উপজেলার টংকাবতীর গহীন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার (১৩ মার্চ) দুপুরে বান্দরবান জেলা পরিষদের হল রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যরা হলেন, ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন চম্পাই, নারায়নগঞ্জ জেলার বাসিন্দা আল আমিন সর্দার, ঢাকা জেলার কামরাঙ্গীর চর এলাকার বাসিন্দা সাইনুন রায়হান, সিলেটে বিয়ানী বাজার এলাকার বাসিন্দা তাহিয়াদ চৌধুরী, একই জেলার শাহপরান এলাকার বাসিন্দা লোকমান মিয়া, কুমিল্লা লাকসামের ইমরান হোসেন, ঝিনাইদহ জেলার বাসিন্দা আমির হোসেন, বরিশাল জেলার বাসিন্দা আরিফুর রহমান ও ময়মনসিং জেলার বাসিন্দা শামীম মিয়া। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আরও ৫-৬ জঙ্গ সদস্য পালিয়ে যায় বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

র‍্যাবের তথ্য মতে, দীর্ঘ ৬ মাসের চলমান এ অভিযানে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বিভিন্ন পর্যায়ের ৬৪ জন সদস্য ও পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর অক্টোবর থেকে বান্দরবানে রুমা ও রোয়াংছড়ির গহিন এলাকায় নতুন জঙ্গি সংগঠন  জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া ও পাহাড়ে বম পার্টি হিসেবে পরিচিত  বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট সদস্যদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনি।

 

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD