শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আলীকদম এফবিএম ইট ভাটা বন্ধ: জরিমানা আদায় রোয়াংছড়িতে ফিরে আসা ৬৩ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান- পুলিশ সুপার সৈকত শাহীন

বান্দরবানে বেড়ে চলছে করোনা রোগী: লকডাউনেও মানানো যাচ্ছে না বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার\
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধের রিক্সা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে বান্দরবানে। বন্ধ রয়েছে সরকারী ও বেসরকারী অফিস। খোলেনি মার্কেট ও দোকানপাট। বান্দরবানে বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষ বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করছেন। তবুও কত কয়েকদিরে তুলনায় যেমন বেড়েছে মানুষের চলাচল, তেমনই বেড়েছে বাইকসহ অন্যান্য যানবাহনের সংখ্যা। অপ্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন ভ্রাম্যামান আদালতের মাধ্যমে অনেককেই গুনতে হয়েছে জরিমানা। অন্যদিনের তুলনায় এখন লোকজন একটু বেশি বাইরে চলাচল করতে শুরু করেছেন। অনেকেই জরুরি দরকার ছাড়া বাইরে বের হচ্ছেন। আবার অনেকেই নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার অজুহাত দেখিয়ে বাহিরে ঘুরাফিরা করছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে ১৮টি ভ্রাম্যামান আদালতের টিম যানবাহনের গতিবিধি ও সাধারণ মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করছে, সেই সাথে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের সদস্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ম্যাজিস্ট্রেটদের সাথে সমন্ধয় করে লকডাউন বাস্তবায়নে কাজ করছে। লকডাউন অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। তার পরে বিভিন্ন অজুহাতি দিয়ে সাধারণ মানুষ বাহিরে ঘুরাফিরা করছে। বিধিনিষেধ না মানায় জুলাই মাসেই লকডাউন চলাকালে বান্দরবানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৮৮টি মামলা দায়ের করা হয়েছে, আর ২লক্ষ ১৪ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে বান্দরবানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৩২জন। আক্রান্তদের মধ্যে ১৫জন বান্দরবান সদর, ২জন রোয়াংছড়ি, ৮জন রুমা, ১জন লামা, ১জন থানচি এবং ৫জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে ২য় পর্যায়ে সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে এবং ৬ হাজার ৬১ জন প্রথম ডোজ গ্রহণ করেছে। জেলা সিভিল সার্জন ডাঃ অং সুই প্রæ মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৯ হাজার ৩শত ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৮হাজার ৫শত ৩৫জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ৬শত ৩৮জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১হাজার ২শত ২০জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে।#

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD