সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান॥
বান্দরবানে বৈশাখী টেলিভিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে এসে র্যালিটি শেষ হয়। পরে পৌরসভার সম্মেলন কক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করা হয়। বান্দরবান জেলা প্রতিনিধি মিঠুন দাশের এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার সচিব মোঃ তৌহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মংসানু মার্মা, প্রেস ইউনিটের সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার, আরটিভির জেলা প্রতিনিধি শাফায়েত হোসেনসহ বান্দরবানে কমর্রত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন