শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান
বান্দরবানে সৎ মাকে হত্যার দায়ে ছেলে আলী আহম্মদ (৫৪)কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের জজ মো: ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন। একই সাথে আসামীকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল করিম।
আদালতসূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ৩০ জুন (মঙ্গলবার) সকালে স্থানীয় মাতামুহুরি নদীতে পানি আনতে যান ফাতেমা বেগম (৪০)। পানি নিয়ে ফেরার পথে আলী মোহাম্মদ ধারালো দা দিয়ে তাঁর সৎ মা ফাতেমা বেগমকে ঘাড়ে কোপ মারেন। এতে ঘার থেকে মাথা দু ভাগ হয়ে গেলে মাটিতে লুটে পড়েন ফাতেম বেগম। এ ঘটনায় নিহতের আত্মীয় মো. সিরাজ বাদী হয়ে লামা থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ সোমবার (২১ নভেম্বর)বান্দরবান দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইঁয়া আসামী আলী আহাম্মদকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে রায় দেন। এ সময় আসামি আলী আহাম্মদ আদালতে হাজির ছিলেন। পরে আসামিকে জেল হাজতে পাঠানো হয়।
আপনার মতামত দিন