সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ১৯ ফেব্রুয়ারী ২০২৩:
বান্দরবানে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা’সহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। রোববার গভীর রাতে জেলা সদরের মেম্বার পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত দম্পত্তি হলো- পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারী নয়ন চৌধুরী (৪৫) ও তার স্ত্রী বেবি চৌধুরী ওরফে ম্রামুয় চিং মারমা (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে রোবার গভীর রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর একটি দল শহরের মেম্বার পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন এক দম্পতিকে তল্লাশি করা হলে বিক্রির উদ্দেশ্যে রাখা তাদের কাছ থেকে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক বেচাকেনায় ব্যবহৃত ৫টি মোবাইল সেট। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজার মূল্য এক লাখ বিশ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এসআই মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম জানান, শহরের মেম্বার পাড়ায় অভিযানে মাদকদ্রব্যসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত দিন