সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান॥
বান্দরবানে টমটমের ধাক্কায় মিনহাজ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ১টার দিকে শহরের বালাঘাটা বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু বালাঘাটার ১নং ওয়ার্ডের তৈয়বের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি ব্যাটারী চালিত টমটম বালাঘাটা যাত্রী ছাউনি থেকে যাত্রী নিয়ে বান্দরবানে যাচ্ছিল। বালাঘাটা বাজারের একটি দোকান থেকে খাবার নিয়ে মিনহাজ রাস্তা পারাপারের সময় টমটমটি স্বজোরে ধাক্কা দিলে মিনহাজ মাটিতে পড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়। এসময় নেওয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, টমটমের ধাক্কায় মিনহাজ নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত দিন