সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৩ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ৮ ফেব্রুয়ারী ২০২৩:
বান্দরবানে র্যাবের সাঁড়াশি অভিযানে নতুন গজিয়ে উঠা জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৭ সদস্য ও পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জামাদি, গোলাবারুদ ও নগদ ৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১টার সময় বান্দরবান জেলা পরিষদের হল রুমে এ বিষয়ে প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আস সামী রহমান সাদ (১৯), মোঃ সোহেল মোল্লা সাইফুল্লাহ (২২), মোঃ আল আমিন ফকির মোস্তাক (১৯), মোঃ জহিরুল ইসলাম ওমর ফারুখ (২৭), মোঃ মিরাজ শিকদার (২৬), রিয়াজ শেখ জায়েদ (২৪), মোঃ ওবায়দুল্লাহ (২০), জুয়েল মাহমুদ (২৭), মোঃ ইলিয়াস রহমান (৩২), মোঃ হাবিবুর রহমান (২৩), মোঃ সাখাওয়াত হোসেইন (২১), আব্দুস সালাম রাকি (২৮), যোবায়ের আহম্মেদ (২৯), মোঃ শামীম হোসেন (২৬), তাওয়াবুর রহমান সোহান (২০), মোহাম্মদ ইসলাম মাহমুদ ডাকুয়া (২০), মোহাম্মদ আবু হুরাইরা (২২), লাল মোল সিয়াম বম (৩৫), ফ্লাগ ক্রস (২৫), মালসম পাংকুয়া (৫২)।
র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ফেব্রুয়ারী) সকালে র্যাব অভিযানে গেলে বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়নের ২৭ কিলো নামক নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় আগে থেকে অবস্থান নেয়া জঙ্গি বাহিনী ও পাহাড়ী সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র্যাবও আত্ম রক্ষায় পাল্টা গুলি চালায়। পরে অভিযান চালিয়ে কেএনএফ এর ৩ সদস্য ও জঙ্গী সংগঠনের ১৭ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এ ঘটনায় র্যাবের ৮ জন সদস্য আহত হয়েছে বলেও জানান র্যাব।
প্রেস ব্রিফিং এ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন খান বলেন, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় কথিত হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ১৯ জেলার ৫৫ তরুণ। এ তরুনদের অনেকেই জঙ্গিবাদে জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘর ছেড়ে জামাতুল আনসার ফিল হিন্দাল সংগঠনের হয়ে পাহাড়ি এলাকার আশ্রয় নেয়। এসব আস্তানায় হিজরত করা তরুণদের ভারি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয়সহ যাবতীয় সহযোগিতা করে আসছিল কেএনএফ নামে একটি পাহাড়ী সংগঠন। তিনি আরও বলেন, এ পর্যন্ত কথিত হিজরতের নামে ঘর ছেড়ে আসা ৩৮ জন জঙ্গি ও ১৪ জন কেএনএফ সদস্যকে আটক করা হয়েছে। পাহাড়ে এসব জঙ্গী সম্পূর্ণভাবে নির্মুল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত দিন