রবিবার, ০৪ জুন ২০২৩, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কেউ মরণ কামড় দিলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে- বান্দরবানে সেনা প্রধান বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হলো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে আইএফআইসি ব্যাংকের ১৭৯তম শাখার শুভ উদ্বোধন বান্দরবানে মাইন বিস্ফোরনে এক শ্রমিক নিহত একজন আহত বান্দরবানে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী ও দুস্থদের মাঝে অনুদান প্রদান বান্দরবানে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন বান্দরবানে দূর্গম এলাকায় সুপেয় পানি বিতরণ বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী আর নেই বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে পহেলা বৈশাখ উদযাপিত

বান্দরবানে শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন

সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানে শক্তি ফাউন্ডেশনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসক প্রাঙ্গন চত্ত্বরে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে জেলা প্রশাসক প্রাঙ্গন ও প্রান্তিক লেক এলাকায় সবুজায়নের লক্ষে ৬৫টি চারা রোপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশনের হেড অব অডিট ডিপার্টমেন্টের সিনিয়র ডিরেক্টর নাজমুল আহসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় অন্যান্যদের মধ্যে শক্তি ফাউন্ডেশনের কক্সবাজার রিজিয়নের হেড বিপ্লব কুমার চৌধুরী, টিম লিডার এসএম তানজীর হোসেন, এরিয়া সুপারভাইজার অরুন চন্দ্র দাশ, সবুজ রায়, শাখা ব্যবস্থাপক সুমন কান্তি দে, আরিফ হোসেন চৌধুরীসহ শক্তি ফাউন্ডেশনের বান্দরবান শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯২ সনে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো এবং যৌথ মূলধন কোম্পানী ও ফার্ম সমূহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত এই শক্তি ফাউন্ডেশন। বর্তমানে এই প্রতিষ্ঠান সমগ্র বাংলাদেশে ৫শ ৪টি শাখা অফিস ও ৮৭টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD