সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান :
বান্দরবানে শুরু হয়েছে তিনদিন ব্যাপী পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন। পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় তিনদিন ব্যাপী এই ভিক্ষু সম্মেলনে তিন পার্বত্য জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুরা অংশ নেয়। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান শহরের ক্ষুদ্র নৃ গোষ্টী সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে জাতীয় ও বৌদ্ধ ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা, বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, বৌদ্ধ ভিক্ষু পরিষদের সভাপতি পঞঞানন্দ মহাথেরোসহ তিন পার্বত্য জেলার শীর্ষ বৌদ্ধ ভিক্ষু, দায়ক সংঙ্গ অনাথ আশ্রম প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলনে বিশ্ব শান্তি কামনা, বৌদ্ধ শাসন প্রতিষ্ঠা, শিক্ষা উন্নয়ন এবং বৌদ্ধ ভিক্ষুদের আরও অধিক জ্ঞান বৃদ্ধিতে নানা ধরণের কর্মসূচি বাস্তবায়িত হবে। আগামী রবিবার (১৯ মার্চ) নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে তিনদিন ব্যাপী এই বৌদ্ধ ভিক্ষু সম্মেলন।
আপনার মতামত দিন