সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
বান্দরবানে শেষ হল দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছিন পারভীন তিবরীজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) প্রকাশ কান্তি চৌধুরী। অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, ডাঃ শেখ সাদেকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, বাস্তব। আমরা প্রতিদিন প্রতিমুহুর্তে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে বিভিন্নভাবে উপকৃত হচ্ছি ও সেবা পাচ্ছি। তিনি আরও বলেন, ১০ বছর আগে যা ছিল কল্পনাতীত, তা আজ বাস্তবে রূপ নিয়েছে। আমরা ঘরে বসেই আজ সরকারি সব ধরনের সেবা নিতে পারতেছি।
উদ্ভাবনী মেলায় অংশ গ্রহনকারী প্রতিষ্ঠান থেকে বাছাই করে ১ম, ২য় ও ৩য়সহ ১৫টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন। এদিকে দুই দিন ব্যাপী এই মেলায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, গত ২০নভেম্বর থেকে বান্দরবানের জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয় ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা, আর মেলায় অর্ধ শতাধিক স্টল নিয়ে জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানের কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান করে কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ, ভূমি এবং অন্যান্য জনবান্ধব গুরুত্বপূর্ণ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করে জনসাধারণকে।
আপনার মতামত দিন