সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ৭ জানুয়ারী ২০২৩:
সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো থেকে নিরুৎসাহিত করনের লক্ষ্যে বান্দরবান সদর থানার উদ্যোগে এই ব্যতিক্রমি অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৭ জানুয়ারী) সকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর দ্বায়ে ২৫টি বেশি মোটরসাইকেল আটক করে পুলিশ। পরে এসব মোটর সাইকেল চালকদের পরবর্তীতে হেলমেট ছাড়া মোটর সাইকেল না চালানোর জন্য পরামর্শ দেন পুলিশ এবং অভিযানের প্রথমদিন হিসেবে কোন মামলা না দিয়ে এসব মোটর সাইকেল ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহিদুল ইসলাম বলেন, পর্যটন নগরী বান্দরবানে যারা মোটর বাইক ব্যবহার করে সবাই যাতে নিরাপদে, নিশ্চিন্তে পথ চলতে পারে সে জন্য আমাদের এই উদ্যোগ। সবাই যাতে হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাই সে ব্যাপারে আমরা সবাইকে সচেতন করতেছি। অভিযানের প্রথমদিন হিসেবে আমরা কাউকে জরিমানা করি নাই। তবে পরবর্তীতে কেউ হেলমেট বিহীন মোটর সাইকেল চালালে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আপনার মতামত দিন