সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ১৫ নভেম্বর ২০২২:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে র্যাব-ডিজিএফআই’র সাথে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে এক ডিজিএফআইয়ের কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে র্যাবের সদস্যসহ এক রোহিঙ্গা নারী। সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড এ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাকারবারীদের অবস্থানের খবর পেয়ে র্যাব এবং ডিজিএফআই এর একটি টিম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে নো-ম্যান্স ল্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় অস্ত্রধারী সশস্ত্র সংগঠনের মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সাথে র্যাব ও ডিজিএফআই এর সাথে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই একজন কর্মকর্তার (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) মৃত্যু হয়। এ ঘটনায় র্যাবের একজন সদস্যসহ ক্যাম্পের এক রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হয়ে আহত হন। হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে তুমব্রু সীমান্ত এলাকাসহ আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্ত জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আইএস পিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান বলেন, বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু সীমান্ত এলাকায় র্যাব এবং ডিজিএফআই যৌথভাবে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই একজন কর্মকর্তা নিহত হন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন। র্যাবের এক সদস্যও আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, যৌথ বাহিনীর সাথে সশস্ত্র চোরাকারবারি সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। সরকারী বাহিনীর একজন অফিসারের মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হতাহতদের কক্সবাজার হাসপাতালে নেয়া হয়েছে।
আপনার মতামত দিন