শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবানঃ
বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকা ডুবে ৩ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ’রা হলেন, থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমী (৪৫), লংরে খুমি (মহিলা) ২১ ও চয়অং খুমী পাড়া বাসিন্দা ছাই খুমি (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন লোক নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন বাজার করতে। পরে বাজার শেষে বিকালে নৌকা নিয়ে বাড়ি ফেরার সময় পাথরের সাথে ধাক্কা লেগে নৌকাটি পানিতে ডুবে যায়। পরে সাঁতার কেটে ৬ জন তীরে পৌঁছাতে সক্ষম হলেও পানির স্রোতে ভেসে যায় অপর ৩ জন। স্থানীয় অনেক খোজাখুজি করে তাদেরকে খুজে পাওয়া যায়নি।
এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানচির রেমাক্রী এলাকায় আদা মুরুং পাড়ায় যাওয়ার পথে নৌকা ডুবে ৩ জন স্থানীয় বাসিন্দা নিখোঁজের খবর শুনেছি। এলাকাটি দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করবে বলে জানান এ কর্মকর্তা।
আপনার মতামত দিন