সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
বান্দরবানে সেনা জোনের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে বান্দরবান জোনের আওতাধীন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন সদর জোনের ক্যাপ্টেন খায়রুল কবির। এসময় অন্যান্যদের মধ্যে শিক্ষার্থী-অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিক্ষা সামগ্রী বিতরণকালে ক্যাপ্টেন খায়রুল কবির বলেন, বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে, দুর্গম অঞ্চলের স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের পড়ালেখায় আগ্রহী করতে আজকের এই উদ্যোগ। প্রথম দিন আমরা সুয়ালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করবো। মূলত আমরা চাই পার্বত্য এলাকায় কোন শিশু যেন নিরক্ষর না থাকে। এ জন্য বান্দরবান সেনা জোন সবসময় বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। এসময় তিনি আরও বলেন, শুধু দারিদ্রতার কারণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাতেই যেন কোন শিক্ষার্থী মাঝ পথে যেন ঝরে না পড়ে সে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আজকের এই শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হযেছে। এই উদ্যোগ পরবর্তীতেও অব্যাহত থাকবে বলেও আশ^স্ত করেন তিনি এবং ছেলে-মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদেরকে অনুরোধ জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
পরে বান্দরবান সদর উপজেলার সুয়ালক উচ্চ বিদ্যালয়ের ৪শ ২৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে ২২টি নিন্ম ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলে জানান বান্দরবান সেনা জোন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলের আপামর জনসাধারণের আর্থসামাজিক উন্নয়ন, খাদ্য সমস্যা, মহামারি আকারে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে আক্রান্ত স্থানীয় ব্যক্তিদের চিকিৎসা সেবা, দরিদ্র ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করে স্বাবলম্বী হতে সহযোগিতা করা, দরিদ্র শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই বিতরণ করা, দুর্গম এলাকায় পানির সমস্যায় জর্জরিত স্থানীয়দের কষ্ট লাঘবে সুপেয় পানির ব্যবস্থা করা এবং বেকার ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র কারখানা স্থাপন করাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড করে আসছে।
আপনার মতামত দিন