সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২০ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান:
বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে প্রেসক্লাব ও সাংবাদিকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। অন্যান্যদের মধ্যে বান্দরবান সেক্টর কমান্ডার, বিজিবি সেক্টর সদর দপ্তর, সকল জোন কমান্ডারগণ, রিজিয়নের অন্যান্য অফিসারবৃন্দসহ জেলার সকল প্রেসক্লাবের সভাপতিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যার কথা ও সমাধানের বিষয়ে রিজিয়ন কমান্ডারের সাথে উন্মুক্ত আলোচনা করেন।
মত বিনিময় সভায় রিজিয়ন কমান্ডার বলেন, সাংবাদিকরা হলো সেই সকল ব্যক্তি, যারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা এবং অত্র অঞ্চলের সার্বিক উত্তরণের চাবিকাঠি। এছাড়াও তিনি তথ্য নির্ভর সংবাদের মাধ্যমে পার্বত্য এলাকায় উন্নয়নের স্রোতধারা সারা বিশ্বকে জানানোর জন্য সকল সাংবাদিকদের অনুরোধসহ বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে অবিচল সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। বান্দরবান জেলা সহ সকল উপজেলার প্রেসক্লাবগুলোকে অবকাঠামোগত উন্নয়নের জন্য সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান এই সেনা কর্মকর্তা।
আপনার মতামত দিন