শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আলীকদম এফবিএম ইট ভাটা বন্ধ: জরিমানা আদায় রোয়াংছড়িতে ফিরে আসা ৬৩ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান- পুলিশ সুপার সৈকত শাহীন

বান্দরবানে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গনমাধ্যম ও সুশীল সমাজের সাথে মতবিনিময়

সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গনমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা বিষয়ে গনমাধ্যমকর্মী ও অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকালে আঞ্চলিক তথ্য অফিস পিআইডি, চট্টগ্রামের উদ্যোগে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুরর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন, তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার আব্দুল জলিল, জেলা তথ্য অফিসার মিজানুল রহমানসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তরা বলেন,ডিজিটাল বাংলাদেশের সুফল তৃণমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে গেছে। দুর্গম পাহাড়েও নিরিবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে। বক্তারা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন প্রচারের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থা ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গনমাধ্যমকর্মীরা এক অনন্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD