সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশী বিদেশী পর্যটক ভ্রমনের উপর নিষেধাজ্ঞা ১১ই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার বিকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় বান্দরবান সেনারিজিয়নের পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় ১১ই ডিসেম্বর পর্যন্ত স্থানীয় ও বিদেশী পর্যটক ভ্রমনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল। এছাড়া অন্যান্য সব উপজেলায় ভ্রমন করতে পারবে। তবে এর আগে ৪ ডিসেম্বর পর্যন্ত রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমন নিষেধাজ্ঞা চলে আসছিল। ৪ ডিসেম্বর থেকে থানচি উপজেলায় পুনরায় আবার নিষেধাজ্ঞা জারী করা হয়।
উল্লেখ্য, পাহাড়ে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনার কারনে ১৮ অক্টোবর থেকে বান্দরবানের দুই উপজেলায় ভ্রমন নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এরপর ২৩ অক্টোবর থেকে ৪ উপজেলায় নিষেধাজ্ঞা দেয়া হয়।
আপনার মতামত দিন