শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন বান্দরবান জেলা পুলিশের ২ সদস্য রোয়াংছড়িতে পাহাড়ী ঢলে ভেসে যাওয়া মা-মেয়ের লাশ উদ্ধার বান্দরবানে পাহাড়ী ঢলে মা মেয়ে নিখোজ, মেয়ের লাশ উদ্ধার বান্দরবানে পুলিশের বিশেষ অভিযানে ২০ রোহিঙ্গা নাগরিক আটক বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর পক্ষ থেকে সহায়তা প্রদান বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র থেকে এক পর্যটকের লাশ উদ্ধার বান্দরবানে বন্যার্থদের মাঝে রেডক্রিসেন্ট এর ত্রান সামগ্রী বিতরণ পর্যটন শহরের সৌন্দর্য বর্ধণে- বান্দরবানে রাঙামাটি-রোয়াংছড়ি বাস টার্মিনালের উদ্ধোধন বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুলিশের মানবিক সহায়তা বান্দরবানের আলীকদমে এক ট্যুরিস্ট গাইড নিহত

বান্দরবান পৌর মেয়র ইসলাম বেবী আর নেই

সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী আমাদের মাঝে আর নেই। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৬টার সময় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর।

জানা যায়, শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট এ রাখা হয়। দীর্ঘ সময় লাইফ সাপোর্ট এ রাখার পর শনিবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ বিকাল ৫টায় বান্দরবান ঈদগাহ মাঠে তার জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

এদিকে মেয়রের মৃত্যু খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ চারিদিকে ছড়িয়ে পড়লে আ’লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, তিনি জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বান্দরবান জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এবং বান্দরবান পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বরত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD