সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ৯ আগস্ট ২০২২:
নিজের দায়িত্ব সঠিকভাবে পালনসহ জনগণের বন্ধু হয়ে কাজ করলেই পুলিশের সফলতা আসে। আমি তা বজায় রাখার চেষ্টা করেছি। মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন পুলিশ সুপার জেরিন আখতার। তিনি আরো বলেন, পুলিশ-সাংবাদিক পারস্পারিক সহযোগিতা থাকলে সমাজের সব ধরনের অনিয়ম রোধ করা সম্ভব। পাহাড়ে শান্তি বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় বিদায় অনুষ্ঠানে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক প্রথম আলো পত্রিকার বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, দৈনিক ইত্তেফাক’র প্রতিনিধি মিলন চক্রবর্তী, সমকালের প্রতিনিধি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
আপনার মতামত দিন