শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আলীকদম এফবিএম ইট ভাটা বন্ধ: জরিমানা আদায় রোয়াংছড়িতে ফিরে আসা ৬৩ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান- পুলিশ সুপার সৈকত শাহীন

বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতির ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি বান্দরবান:
বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতি (বিএফপিএ) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকাল ৪ টায় স্থানীয় রাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং পুরষ্কার বিতরন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মংওয়াই চিং এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ (এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি, পিএইচডি),অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, বান্দরবান বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কুদ্দুছ, মো.ইসলাম কোম্পানি, জেলা ক্রীড়া সাংস্থার সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মুজিবুর রশিদ, সদস্য দিলীপ কুমার দে, টুর্নামেন্ট পরিচালনা কমিটি এর আহ্বায়ক রফিকুল আলম মামুন,সদস্য সচিব মনির আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় লোহাগাড়া যুব ফুটবল একাডেমি ১-০ গোলে ফ্রেন্ডস ক্লাব অব বান্দরবান কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। চ্যাম্পিয়ন দলের ৬নং জার্সিধারী মো. লুৎফুর ম্যান অব দ্য ম্যাচ এর পুরষ্কার অর্জন করেন। খেলা শেষে মন্ত্রী বীর বাহাদুর চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং ম্যান অব দ্য ম্যাচ এর পুরষ্কার বিতরন করেন।

উল্লেখ্য, বান্দরবান খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে এবারে বিভিন্ন জেলা থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD