সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, নিজস্ব প্রতিনিধি॥
বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও কার্য নির্বাহী কমিটির নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বান্দরবানের মেঘলাস্থ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্টানের কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান শাখার আজীবন সদস্য ও যুব নেতারা।
অতিথিরা বলেন, রেড ক্রিসেন্ট একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি পাহাড়ে বসবাসরত অসহায় ও গরীব দু:খী মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ, পাহাড় ধ্বসসহ যেকোন বিপদে তাদের ভূমিকা অপরিসীম। এসব সামাজিক ও মানবিক কাজে রেড ক্রিসেন্ট এর পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
পরে অনুষ্ঠান শেষে আগামী দুই বছরের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা কে রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর চেয়ারম্যান এবং বর্তমান সেক্রেটারী অমল কান্তি দাশকে পুনরায় সেক্রেটারী ঘোষনা প্রদান করেন। এছাড়াও নতুন কমিটিতে গাব্রিয়েল ত্রিপুরা, মো.খলিলুর রহমান সোহাগ, মো. নাজমুল হাসান ভূইয়াঁ, মো. নাজমুল হোসেন, মং ক্য এ কে কার্য নির্বাহী সদস্য নিবার্চিত করা হয়।
আপনার মতামত দিন