সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ৪ মার্চ ২০২৩:
বান্দরবান সেনা জোনের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) সকালে সেনা জোনের মাঠে এই প্রীতি ক্রিকেট টুূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। অন্যান্যদের মধ্যে সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, সেনা জোনের অন্যান্য অফিসার্স, পুলিশ অফিসার্স সহ খেলোয়াডগণ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ দুইটি দল অংশগ্রহণ করে। টসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ দল প্রথমে ব্যাট করে। ২০ ওভার শেষে ০৮ উইকেটে ২শ ২৭ রান করে বাংলাদেশ পুলিশ দল। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী দল ২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে ০৮ উইকেটে ১শ ৬৩ রান করতে সক্ষম হয়। ৬১ রানের ব্যবধানে বাংলাদেশ সেনাবাহিনী দলকে হারিয়ে বাংলাদেশ পুলিশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সেনাবাহিনী সর্বদা দেশ ও দশের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি জনসাধারণ ও প্রশাসনের সাথে সুসম্পর্ক ও সম্প্রীতির উন্নয়নে কাজ করছে। আজকের এই টুর্নামেন্টের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরো দৃঢ হলো। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত দিন