সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বান্দরবানে আন্ত:স্কুল ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত বান্দরবানে মারমা সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক ও লোকনাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি পালিত একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

সোহেল কান্তি নাথ, বান্দরবান, ১২ ফেব্রুয়ারী ২০২৩:০
বান্দরবানে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একগৃহকর্মী ও তার ৫ বছরের শিশু সন্তানের । রোববার বিকালে কাজ শেষ করে বাড়ী ফেরার পথে কালাঘাটা বড়ূয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসার এতিম খানা ও বিভিন্ন বাসা বাড়ীতে রান্নার কাজ করতেন আলীকদমের বাসিন্দা আমেনা বেগম। পাঁচ বছরের শিশু সন্তানকে নিয়ে বান্দরবান শহরের কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। রোববার বিকালে মাদ্রাসায় রান্নার কাজ শেষ করে বাড়ী ফেরার সময় কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় টমটম থেকে নামার পর পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক ধাক্কা দিলে মা মেয়ে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ বছরের শিশু আয়েশা মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা আমেনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা।

এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মঞ্জুরুল আলম বলেন, ট্রাকের ধাক্কায় মাথায় ও শরীরে আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি এসএম শহিদুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হলেও গাড়ীর চালক পলাতক রয়েছে বলেন জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD