শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একটুর জন্য বাদ পড়া থেকে রক্ষা পেলেন জাতীয় পার্টির প্রার্থী শহীদুল বান্দরবানে নৌকার মনোনয়ন ফরম জমা দিলেন বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুদের মহাপিন্ড দানের মাধ্যমে শেষ হলো কঠিন চীবর দানোৎসব নাইক্ষ্যংছড়িতে আওয়ামীলীগ পরিবারে বিএনপি নেতার হামলা ৭ম বারের মত ৩০০নং আসনে মনোনয়ন পেলেন বীর বাহাদুর রোয়াংছড়িতে ফিরে আসা বাসিন্দাদের মাঝে মানবিক সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ত্রিপুরাদের নবান্ন উৎসব পালিত আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় আলীকদম এফবিএম ইট ভাটা বন্ধ: জরিমানা আদায় রোয়াংছড়িতে ফিরে আসা ৬৩ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান- পুলিশ সুপার সৈকত শাহীন

মাচাং ও সেমিপাকা ঘর পাওয়া উপকারভোগীর খোঁজ নিলেন বান্দরবান জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি বান্দরবান॥
বান্দরবানে ভুমিহীন ও গৃহহীনদের দেয়া প্রধানমন্ত্রীর উপহারের সেমিপাকা ঘর ও পাহাড়ের ঐতিহ্যের মাচাং ঘর পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। বুধবার দুপুরে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ৪র্থ পর্যায়ে নির্মীত মাচাং ও সেমিপাকা ঘর পরিদর্শন করেন তিনি। এসময় সুবিধাভোগীদের সাথে কথা বলে তাদের খোজ খবর নেন জেলা প্রশাসক। এসময় তিনি উপকারভোগীদের বলেন, পৃথিবীর ইতিহাসে একসঙ্গে এত ভুমিহীন মানুষকে জমিসহ ঘর দেওয়া একটি বিরল ঘটনা। প্রধানমন্ত্রীর এ উদ্যোগে ভুমিহীনরা যেমন মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন, তেমনি এ উদ্যোগ সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রাজীব কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যসিংশৈ মার্মাসহ ইউপি সচিব, ইউপি মেম্বার এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২০২২-২৩ অর্থ বছরে পাহাড়ে বসবাসরত উপজাতীয় জনগোষ্ঠীর ঐতিহ্যের কথা বিবেচনা করে বান্দরবানে মাচাং ঘর নির্মাণ প্রস্তাব দেয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। বর্তমানে সে আলোকে মাচাং ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে বান্দরবানে। যা ইতিমধ্যে প্রশংসিত হয়েছে উপকারভোগী ও সংশ্লিষ্ট মহলে।
জানা গেছে, গত তিন অর্থ বছরে বান্দরবান সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১হাজার ১২৬টি সেমিপাকা এবং ১৮টি মাচাং ঘর নির্মীত হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন


© All rights reserved © 2021 Dainik Natun Bangladesh
Design & Developed BY N Host BD