সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন
রুমা প্রতিনিধি\
বান্দরবানের রুমায় ভাল্লুকের প্রæসাউ মারমা (৪৭) নামে এক কৃষক আহত হয়েছে। শুক্রবার দুপুরে রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের নিয়াংক্ষ্যাং পাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়- শুক্রবার দুপুরে পাইন্দু খালের আগায় নিজ বাগান থেকে কলারছড়া কাটতে যায় প্রæসাউ মারমা। এসময় ভাল্লুকের আক্রমনের শিকার হন তিনি। পরে খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং বর্তমানে সে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। রুমার পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা বলেন,পাইন্দু খালের আগায় নিজ বাগানে কাজ করতে গিয়ে প্রæসাউ মারমা নামে এক কৃষক ভাল্লুকের আক্রমনে আহত হয়েছে। তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, ভাল্লুকের আক্রমনে প্রæসাউ মারমা নামে এক কৃষক আহত হয়েছে। তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন